Pirpurkulla Secondary School-এ আপনাকে স্বাগতম

Pirpurkulla Secondary School

Pirpurkulla, Dhamurhuda, Chuadanga.
 নোটিশঃ 

সংক্ষিপ্ত ইতিহাস এর বিস্তারিত

সংক্ষিপ্ত ইতিহাস

সংক্ষিপ্ত ইতিহাস

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলাধীন কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা গ্রাম তথা পার্শ্ববর্তী এলাকায় মাধ্যমিক শিক্ষার প্রসার ঘটানোর উদ্দেশ্যে গ্রামের গণ্য মান্য ব্যাক্তি বর্গের ঐকান্তিক প্রচেস্টা,স্থানীয় অনুদান ও আন্তরিক সহযোগিতায় নিজস্ব অর্থায়নে ২০০3 সালের ১লা জানুয়ারী  সর্বপ্রথম পীরপুরকুল্লা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানের যাত্রা শুরু করে । পীরপুরকুল্লা গ্রাম থেকে পার্শ্ববর্তী মাধ্যমিক বিদ্যালয় গুলোর দূরত্ব অধিক হওয়ায় প্রাথমিক শিক্ষা শেষ করে অনেক ছেলে মেয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হত । বিশেষ করে নারী শিক্ষার অগ্রগতির বিষয়টি লক্ষ্য করা হয় । প্রথম পর্যায়ে ষষ্ঠ থকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হলেও পরবর্তীতে বিদ্যালয়টি মাধ্যমিক পর্যন্ত উন্নীত করা হয় ।

প্রথমে বাঁশের চাটাই এর বেড়া ও টিনের ছাউনী দিয়ে ৭ (সাত) কক্ষ বিশিষ্ঠ বিদ্যালয় ভবন নির্মান করা হলেও পরবর্তীতে চাটাই এর বেড়ার পরিবর্তে আধা-পাকা দেওয়ালের উপর টিনের ছাউনী দেওয়া হয় । বর্তমানে ২০২০-২১ অর্থ বছরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ৮০,৭৫০০০/= ( আশি লক্ষ পঁচাত্তর হাজার ) টাকা বরাদ্দের মাধ্যমে চার তলা ভিত বিশিষ্ট এক তলা একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে । বিদ্যালয়টি বর্তমানে এমপিও ভূক্ত হয়েছে ।

 

 

স্তুরপাঠদানের অনুমতির তারিখএকাডেমিক স্বীকৃতির তারিখএমপিও ভূক্তির তারিখ
নিম্ন মাধ্যমিক০১/০১/২০০4০১/০১/২০০7০১/০৭/২০১৯
মাধ্যমিক০১/০১/২০23০১/০১/২০24 

 

 

 

 

 

২০০3 সালে ১৬৮ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হলেও বর্তমানে ২০২৩ শিক্ষাবর্ষে মোট ২৯৩ জন ছেলে মেয়ে নিয়মিত ভাবে অধ্যায়ন করছে । শিক্ষার্থীদের উপস্থিতি,অভ্যন্তরীন ও পাবলিক পরীক্ষায় অংশ গ্রহণ এবং পাশের হার আশা ব্যঞ্জক । এস,এস,সি তে জিপিএ ৫ সহ কয়েক জন ছেলেমেয়ে বৃত্তি প্রাপ্ত হয়ে বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করে । ২০১৯ সালে ৪৭ তম স্কুল,মাদ্রাসা জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্ররা ফুটবল খেলায় অংশ নিয়ে উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ।


যাদের প্রচেস্টায় বিদ্যালয়টি স্থাপন করা হয় ।
কমিটির সদস্যবৃন্দের নামঃ

 

ক্রঃনামপেশা/কর্মজীবনঠিকানাপদবী
মোঃ ফজলুর রহমানসাবেক উপজেলা চেয়ারম্যানপীরপুরকুল্লাসভাপতি
এম, এ বকরঅবঃমাধ্যঃবিঃপ্রধান শিক্ষকপীরপুরকুল্লাসহ-সভাপতি
মোহাঃ একরামুল হক ,জুড়ানপুরপ্রতিষ্ঠাতা প্রধান শিক্ষকপীরপুরকুল্লাসদস্য সচিব
মোঃ আজিজুল হকঅবঃ বিডিআরপীরপুরকুল্লাকার্য নির্বাহী সদস্য
মোঃ জমির উদ্দিনসাবেক ইউপি সদস্যপীরপুরকুল্লাকার্য নির্বাহী সদস্য
মোঃ নিজাম উদ্দিনব্যবসাপীরপুরকুল্লাকার্য নির্বাহী সদস্য
মোঃ আব্দুল মজিদ মল্লিকব্যবসাপীরপুরকুল্লাকার্য নির্বাহী সদস্য
মোঃ সহিদুল ইসলামব্যবসাপীরপুরকুল্লাকার্য নির্বাহী সদস্য
মোঃ সিরাজুল ইসলামব্যবসাপীরপুরকুল্লাকার্য নির্বাহী সদস্য
১০মোঃ মোখলেছুর রহমানব্যবসাপীরপুরকুল্লাকার্য নির্বাহী সদস্য
১১মোঃ ফজলুল হকঅবঃ সেনা বাহিনীপীরপুরকুল্লাকার্য নির্বাহী সদস্য
১২মোঃ মুশা করিমব্যবসাপীরপুরকুল্লাকার্য নির্বাহী সদস্য

 

 

 

 

প্রতিষ্ঠাকালীন শিক্ষক/কর্মচারীবৃন্দের নামঃ যাদের অর্থ ও কায়িক শ্রম জড়িত ।

 

 

ক্রঃশিক্ষক/কর্মচারীবৃন্দের নামঃযোগদানের তারিখপদবী
মোহাঃ একরামুল হক১০/০১/২০০৫প্রধান শিক্ষক
মোঃ জাহাঙ্গীর কবীর১০/০১/২০০৫সহকারী শিক্ষক (স্নাতক)
মোহাঃআশাদুল হক১২/০১/২০০৫সহকারী শিক্ষক (শরীর চর্চা)
মোহাঃ আব্দুল মজিদ১২/০১/২০০৫সহকারী শিক্ষক (ইসলাম ধর্ম)
মহাঃরায়হান উদ্দিন০৭/০৩/২০০৫সহকারী শিক্ষক (৬ষ্ঠ খ শাখা)
মোহাঃ সিদ্দিকুর রহমান১০/০১/২০০৫অফিস সহকারী
মোঃ আব্দুল ডালীম১৩/০১/২০০৫দপ্তরী